Monday, December 15, 2025
HomeScrollমাদক পাচারকারী জাহাজের সঙ্গে তীব্র সংঘর্ষ মার্কিন সেনার
US Army

মাদক পাচারকারী জাহাজের সঙ্গে তীব্র সংঘর্ষ মার্কিন সেনার

অভিযানে কমপক্ষে ৪ জঙ্গি নিহত

ওয়েবডেস্ক-বড়সড় সাফল্য মার্কিন সেনার। প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) মার্কিন সেনাবাহিনীর (US Army) একটি সাহসী অভিযান। একটি মাদক পাচারকারী জাহাজকে (Drug smuggling ship) আঘাত হানল মার্কিন সেনা।  এই অভিযানে অন্তত চার জন জঙ্গি নিহত হয়েছে। সেনার বিবৃতি অনুযায়ী, এই জাহাজটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।  তাদের কার্যকলাপ নজরে রাখা হয়েছিল। অভিযানে অংশ নেওয়া স্পেশাল ফোর্সের এক সদস্য জানিয়েছেন, এই ধরনের অপারেশনগুলি মাদক পাচারের বিরুদ্ধে চলতে থাকা একটি যুদ্ধের অংশ।

আরও পড়ুন-  রাতের গোয়ায় বিখ্যাত নাইটক্লাবে বিধ্বংসী আগুন, মৃত ২৩

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে এই অভিযানের সময় একটি তীব্র সংঘর্ষ হয়। মার্কিন সেনারা পুঙ্খানুপুঙ্খভাবে অভিযান পরিচালনা করে জাহাজটিকে ধ্বংস করতে সফল হয়। এই অভিযানের ফলে মাদক পাচারকারীদের একটি বড় চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেখুন আরও খবর-

Read More

Latest News